ষ্টাফ রিপোর্টার : শুধু করোনার প্রাদুর্ভাব এর কারনে নয়, সকল মুমূর্ষু রোগীর জন্য, অন্তত প্রতিটি জেলা সদর হাসপাতালে আই,সি,ইউ অত্যাবশ্যক। চুয়াডাঙ্গা জেলাতে ১১ লাখ ৩০ হাজার মানুষের বসবাস। কোনো রোগী মুমূর্ষু অবস্থায় উপনীত হলেই, তাকে রাজশাহী মেডিক্যাল অথবা ঢাকার যেকোন হাসপাতালে রেফার্ড করা হয়। দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে,ধকল সয়তে না পেরে, বেশীর ভাগ মুমূর্ষু রোগীই মৃত্যুর কোলে ঢলে পড়ে।অথচ, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আই,সি,ইউ নেই।
এসব দিক বিবেচনায় , মানবাধিকার সংগঠন “মানবতা ফাউণ্ডেশন”, ২৫০ শয্যা বিশিষ্ট চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আই,সি,ইউ প্রতিস্থাপনের দাবীতে, গতকাল সোমবার সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসক চুয়াডাঙ্গা জনাব নজরুল ইসলাম সরকার এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। উপস্থিত ছিলেন মানবতার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাড.মানি খন্দকার, সংস্থার মানবাধিকার সেলের চীফ কোঅর্ডিনেটর অ্যাড: কাইজার হোসেন জোয়ার্দার শিল্পী, নির্বাহী কমিটির সভাপতি অ্যাড: নওসের আলী,ওম্যান এ্যান্ড চাইল্ড রাইটস সেলের চীফ প্যানেল লইয়ার-অ্যাড: তানিয়া লাঞ্চ, অপারেশন অফিসার অ্যাড:জীল্লুর রহমান জালাল ও পাবলিক রিলেশন অফিসার হাফিজ উদ্দিন বাবলু।