আহসান আলম : চুয়াডাঙ্গায় আসন্ন কোরবাণী ঈদ ও করোনা ভাইরাসের কথা মাথায় রেখে চালু হয়েছে অনলাইন পশু হাট। অনলাইন এ পেজটির উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
আর নয় হাটে গমন, ঘরে বসেই পশু ক্রয়-বিক্রয় করুন, এ লক্ষ্যকে সামনে রেখে জেলা প্রশাসন চুয়াডাঙ্গার পক্ষ থেকে সব ধরনের কোরবাণী উপযোগী পশু বিক্রির আয়োজন করা হয়েছে একটি অনলাইন পেজের মাধ্যমে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানা গেছে, করোনা দূর্যোগের এ সময়ে হাটে গিয়ে ভীড় না জমিয়ে ক্রেতা-বিক্রেতারা অনলাইনের মাধ্যমে নিজেদের গরু, ছাগল, মহিষ বিক্রি ও কেনার একমাত্র মাধ্যম হিসেবে এ অনলাইন পেজটি গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে। আর এ পশু হাটের নাম দেওয়া হয়েছে অনলাইন পশু হাট চুয়াডাঙ্গা।
এখান থেকে ক্রেতারা কোন রকম ঝুটঝামেলা ছাড়াই তাদের পছন্দের গরু, ছাগল, মহিষ কোরবাণীর জন্য ন্যায্যমুল্যে ক্রয়-বিক্রয় করতে পারবেন। নিজেদের লালন-পালন করা পশু বিক্রি করতে হলে এখানে বিক্রেতার পূর্ন নাম ঠিকানা পশুর বয়স পশুর রঙ এবং ওজন উল্লেখ করতে হবে এছাড়া একটি ছবি ও ছোট আকারে পশুর ভিডিও দেওয়া যাবে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরা পারভীন জানান, করোনা ভাইরাসের প্রাদূর্ভাবের কথা মাথায় রেখে জেলা প্রশাসন এ সিদ্ধান্ত নেন। এ জন্য সকল ক্রেতাকে নিরাপদ থেকে সুলভ মুল্যে অনলাইনের মাধ্যমে পছন্দের পশু ক্রয় করার আহবান জানান। এবং বিক্রেতারা নিজেই তাদের পশু বিক্রির জন্য প্রয়োজনীয় তথ্য দিয়ে পেজে আপলোড দিতে পারবে। এবং বিস্তারিত যোগাযোগের জন্য firoz.bcs.@gmail.com ইমেলে তথ্য ও ছবি এবং ০১৬৭৮-৭১২১০০ ও ০১৭১০৫০৯৪৯৪ এ নাম্বারো যোগাযোগের জন্য বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *