আহসান আলম: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তালগাছের চারা পোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ৫টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের হায়দারপুর তালবাগান মোড়ে হায়দারপুর যুবসমাজ এ কর্মসূচির আয়োজন করে। এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হায়দারপুর জামে মসজিদের ঈমাম মোনাজাত হোসেন। সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এ সময় তিনি বলেন, আপনারা সবাই জানেন মুজিব শতবার্ষিকী উপলক্ষে সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি চলছিলো। করোনার কারনে কিছুটা হলেও থমকে থাকলেও বর্তমানে আবার শুরু করা হয়েছে। হায়দারপুর যুবসমাজের সকলের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যে উদ্যোগ নিয়েছেন সেটা আসলেই একটা মহতী কাজ। আপনাদের মতো সারা বাংলাদেশের যুবসমাজকে এ কাজে এগিয়ে আসতে হবে। এলাকাবাসির উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা প্রত্যেকে আপনাদের বাড়িতে অথবা বাড়ির আশপাশে ফাঁকা স্থানে একটি করে তালগাছের চারা রোপণ করবেন। যদি আপনাদের জায়গা না থাকে তাহলে রাস্তার ধারে ফাঁকা স্থানে তালের চারা পোরণ করবেন। তালগাছ আমাদের বর্জপাত থেকে রক্ষা করে।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান, পদ্মবিলা ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস, পদ্মবিলা ইউনিয়নের মেম্বার আজিবার রহমান, সাবেক মেম্বার শহিদুল ইসলাম বিশ্বাস, ফয়জুল হক বিশ্বাস, পদ্মবিলা ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিরাজুল ইসলাম, স্থানীয় শরীফউদ্দিন মন্ডল, যুব সমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন যুব সমাজের সাধারণ সম্পাদক আমান, সদস্য জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এনডিসি আমজাদ হোসেন। আলোচনা সভা শেষে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কের ধারে তালগাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান। হায়দারপুর যুবসমাজের পক্ষ থেকে বলা হয়েছে, তারা প্রধান সড়কের ধারে এক কিলোমিটার জায়গায় ১ হাজার তালগাছের চারা রোপণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, পদ্মবিলা ইউনিয়নের মেম্বার আব্দুর রইফ, সচিব শাহাজাহান আলী, সংরক্ষিত নারী মেম্বার চায়না খাতুন, ইউডিসি হাসিব হাসান, যুব সমাজের যারা উপস্থিত ছিলেন তারা হলেন, ফাহাদ, স্বপন, মামুন, রাশিদুল, রুমি, লিপু, তাসফির, প্লাবন, নয়ন, আকাশ, রাব্বি, নাজমুল, মাহাবুব, সাকিল, প্রিন্স, মিন্টুসহ আরও অনেকে। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন যুবসমাজের সভাপতি সাকিব বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *