তিতুদহ প্রতিনিধি:চুয়াডাঙ্গার গড়াইটুপি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সড়াবাড়িয়া ভোটকেন্দ্র মিথ্যা সাংবাদিক পরিচয় দানকারী এক জন কে আটক করেছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

গতকাল মঙ্গলবার নবগঠিত গড়াইটুপি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ভোট গ্রহণকালে সড়াবাড়িয়া ভোটকেন্দ্রে সকাল ১১ টার দিকে একজন ভুয়া সংবাদিক আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ পপি খাতুন। খোজ নিয়ে জানা যায় সরোজগঞ্জ বোয়ালিয়া গ্রামের শাহাজান আলীর ছেলে আরিফুল ইসলাম আরিফ গতকাল মঙ্গলবার গড়াইটুপি ইউপি নির্বাচনে সড়াবাড়িয়া ভোটকেন্দ্রে জনপ্রিয় জাতীয় পত্রিকা দৈনিক প্রথম আলোর সাংবাদিক পরিচয় দিয়ে প্রবেশ করে সরকারি কাজে বাধা প্রদান করে। তখন তার কার্যকলাপ দেখে প্রশাসনের সন্দেহ হলে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তাকে উত্তম মাধ্যম দিলে সে জানায় সে একজন ভুয়া সাংবাদিক। সে কোন মিডিয়ার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত নয়। সরকারি কাজে বাধা প্রদান করা ও নিজেকে একজন সাংবাদিক পরিচয় দিয়ে নির্বাচনী কেন্দ্র প্রবেশ করার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ পপি খাতুন তাকে বাংলাদেশ দন্ডবিধি আইনের ১৮৮ ধারা মোতাবেক ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদন্ড প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *