সরোজগঞ্জ প্রতিনিধি :প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলো সোনাতন ধর্মাবলীদের শারদীয় দুগোর্ৎসব ।চুয়াডাঙ্গার সদর উপজেলার সরোজগঞ্জ এলাকায় সকল স্থানে প্রতিমা বিসর্জন দেয়া হয়েছে।এবার সরোজগঞ্জ এলাকায় ৫ টি পূজামন্ডপে আয়োজন করা শারদীয় দুগোর্ পূজা।চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বোয়ালিয়া,হাসনহাটি, ,সিন্দুরিয়া,আলিয়ারপুর প্রতিমা নবগঙ্গা নদীতে সরোজগঞ্জ কাচারিপাড়া প্রতিমা বিসর্জন দেয়া হয় চিত্রা নদীতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *