শাকিল উজ জামানঃ গতকাল বুধবার দুপুরে চুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জ বাজারে ফ্রান্সে হযরত মুহাম্মদ(সাঃ) কে নিয়ে কুটুক্তি ও ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে সরোজগঞ্জ যুবসমাজের উদ্যোগে বিক্ষোভ মিছিলের বের করা হয়।বিক্ষোভ মিছিলটি সরোজগঞ্জ বাজার জামে মসজিদ মার্কেটের সামনে থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এশে শেষ হয়। উক্ত বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলি আহম্মদ হাসানুজ্জামান মানিক,বদগরগঞ্জ বাকি বিল্লাহ কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আব্দুল জলিল হাওলাদার,চুয়াডাঙ্গা সদর উপজেলা জামাত ইসলামীর সাবেক আমির আব্দুর রউফ মিয়া,গড়াইটুপি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শফিকুল ইসলাম রাজু,সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ