স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পুরাতন জেলাখানার পাশে অবস্থিত সমবায় মার্কেটে একই রাতে জনি ফটোষ্ট্যাট, চুয়াডাঙ্গা ফটোষ্ট্যাট ও রাসেলের চায়ের দোকানে চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র দোকানের দেয়ালে আটকানো অ্যাডজাষ্ট ফ্যান খুলে ও একটি দোকানের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে নগদ টাকাসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
সমবায় মার্কেটের জনি ফটোষ্ট্যাট অ্যান্ড কম্পিউটারসের স্বত্বাধিকারি সাইদ হাসান জনি জানান, বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যায়। গতকাল শনিবার সকালে অন্যান্য দিনের মতো দোকানের তালা খুলে ভিতরে যায়। দোকানের জিনিসপত্র গুলো আগোছালো দেখে সন্দেহ হয়। তিনি দোকানের ভিতর ভালোভাবে খেয়াল করতেই দেখেন দোকানের ক্যাশ বাক্সের তালা ভেঙে সেখানে রাখা নগদ প্রায় ১লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায়। তিনি আরও বলেন, দোকানের দেয়ালের অ্যাজাষ্ট ফ্যান খুলে চোরচক্র ভিতরে প্রবেশ করেছে। এ সময় তিনি পাশ্ববর্তী দোকান চুয়াডাঙ্গা ফটোষ্ট্যাটের মালিককে খবর দিলে তিনি দোকানে আসেন। সেখানেও একই অবস্থা।
চুয়াডাঙ্গা ফটোষ্ট্যাটের মালিক ফারুক হোসেন জানান, খবর পেয়ে দোকানে আসি এবং তালা খুলে ভিতরে প্রবেশ করতেই দেখি সবকিছু এলামেলো অবস্থায় আছে। চোরচক্র একইভাবে তার দোকানে প্রবেশ করে চুরি করে। দোকানের ক্যাশবাক্সে রাখা নগদ ১ লাখ টাকা চুরি করে নিয়ে যায় চোরচক্র।
রাসেলের চায়ের দোকানের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে চোরচক্র সেখান থেকে টাকা না নিলেও দোকানে রাখা সিগারেট ও কিছু খাবার জিনিস নিয়ে যায়।
পরবর্তীতে তারা চুয়াডাঙ্গা সদর থানায় খবর দিলে ঘটনাস্থলে সদর থানা পুলিশের একটি টিম সেখানে যায়।
চুয়াডাঙ্গা সমবায় মার্কেট কমিটির সভাপতি তৌফিকুজ্জামান বলেন, চুরির ঘটনার খবর শুনে শনিবার সকালে দোকানে আসি। চুরির ঘটনা আসলেই খুবই দুঃখজনক। থানায় অভিযোগ করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ খফরুল আলম খান ঘটনার সত্যতা শিকার করে জানান, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। এটা একটি সংঘ্যবদ্ধ চোরের কাজ। চোর ধরতে আমরা অভিযান শুরু করেছি।