চুয়াডাঙ্গার শৈলগাড়ী গ্রামে স্ত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বখাটে কবীরের রডের আঘাতে আহত নাসির হাসপাতালে স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার শৈলগাড়ী গ্রামের নাসির উদ্দিন নামের এক যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্ত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রতিবেশি কবীর নামের এক বখাটে যুবক তাকে রড দিয়ে পিটিয়ে আহত করেছে বলে নাসির উদ্দিনের অভিযোগ। গতকাল বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের মাছেরদাড়ী গ্রারেম একটি মাঠের ভিতর এ ঘটনা ঘটে। আহত নাসির উদ্দিন একই ইউনিয়নের শৈলগাড়ী মাঠপাড়ার মহিউদ্দিনের ছেলে। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে আহত নাসির উদ্দিন অভিযোগ করে বলেন, আমি মংলার রামপাল পাওয়ার প্লান্টে চাকরীর কারনে সেখানে অবস্থান করি। আমার স্ত্রী আমার গ্রামের বাড়িতে থাকে। আমি বাড়িতে না থাকার সুযোগে মাছেরদাড়ি গ্রামের কবীর নামের এক বখাটে আমার স্ত্রীকে ইভটিজিং করে। বখাটে কবীর প্রায় আমার স্ত্রীকে একা পেয়ে তার কাছ থেকে মোবাইল নাম্বার চাই। আমি ছুটিতে বাড়িতে আসলে বিষয়টি আমার স্ত্রী আমাকে খুলে বলেন। আমি এর প্রতিবাদ করলে গতকাল বিকেলে কবীর আমাকে একা পেয়ে রড দিয়ে আমার শরীরে আঘাত করে। খবর পেয়ে আমার পরিবারের সদস্যরা আমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। সদর হাসপাতালের জরুরি বিবাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, নাসির উদ্দিনের শরীরের বিভিন্ন স্থানে রড দিয়ে আঘাত করা হয়েছে। রডের আঘাতে তার ডান পায়ের হাড় ফেটে গেছে। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। সারতে একটু সময় লাগবে।