স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শহরের অতি পরিচিত খাবার হোটেল ভোজনবিলাসের স্বত্বাধিকারি, সাবেক ইউপি চেয়ারম্যান ও চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেট জামে মসজিদের ম্যানেজিং কমিটির সভাপতি হাজী রেজাউল করীম ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি……রাজেউন)। গতকাল বুধবার বেলা দেড়টার দিকে বার্ধক্যজনিত কারনে নীজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৪ বছর। হাজী রেজাউল করীম জন্মগতভাবে চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ আলিয়ারপুর গ্রামের মৃত হীমচাঁদ মন্ডলের ছেলে এবং বর্তমানে চুয়াডাঙ্গা জেলা শহরের পোস্ট অফিসপাড়ার স্থায়ী বাসিন্দা।
পরিবারের সদস্যরা জানান, বার্ধক্যজনিত কারনে গতকাল বুধবার বেলা দেড়টার দিকে চুয়াডাঙ্গা শহরের পোস্ট অফিসপাড়াস্থ নিজ বাসভবনে শেষ নিঃস্বাস ত্যাগ করেন হাজী রেজাউল করীম। এদিকে, মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার বাড়িতে ছুটে যান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনসহ অনেকে। এ সময় তিনি হাজী রেজাউল করীমের মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে, আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে।
গতকাল মাদ মাগরিব বদরগঞ্জ জামে মসজিদে প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয় এবং রাত সাড়ে ৮ টায় চুয়াডাঙ্গা রেল স্টেশন সংলগ্ন জান্নাতুল মওলা কবরস্থান জামে মসজিদে দ্বিতীয় নামাজে জানাযা শেষে সেখানেই দাফণকার্য সম্পন্ন করা হয়। জানাযায় হাজারো মানুষ অংশগ্রহন করে।