স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার ভালাইপুর মোড়ে আলমসাধুর ধাক্কায় চালকসহ পাখিভ্যানের ৩ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ৩ টার দিকে ভালাইপুর মোড়ের অদুরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া রব্বানিপাড়ার আব্দুল হামিদের ছেলে সলক (২৩) ও একই এলাকার মৃত আবিছদ্দিন মন্ডলের ছেলে শামসুল আলী (৪৫) এবং ওই এলকার ঘরজামাই চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড়ের রবিউল ইসলাম রবি (৩০)। আহতদের মধ্যে শামসুল ও রবিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রাখা হলেও আহত সলকের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করা হয়েছে।
ঘটনার বর্ণনা দিকে গিয়ে হাসপাতালে আহতদের শয্যাপাশে থাকা তাদের পরিবারের সদস্যরা বলেন, গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ৩ টার দিকে সলক, শামসুল ও রবি মিলে ভালাইপুর মোড়ে কাঁচাবাজার নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় ভালাইপুর মোড় পার হওয়ামাত্র অপরদিক থেকে আসা একটি আলমসাধু পাখিভ্যানকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে পাখ্যিানের চালকসহ ৩ জন আহত হয়। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। এদিকে, আহত সলকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। গতকালই সলককে ঢাকায় নেয়া হয়েছে।