গড়াইটুপি প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের বড়শলুয়ায় পুকুর পুনঃ খননের নামে বালু ও মাটি বিক্রির অভিযোগ উঠেছে বড়শলুয়া গ্রামের ফজলুর রহমানের ছেলে মাহফুজ হোসেনের বিরুদ্ধে। বালু ও মাটি বহনকারী ট্রাক্টরগুলোর ধুলায় অতিষ্ঠ হয়ে পড়েছে গ্রামবাসী।
সরেজমিনে গিয়ে দেখা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের বড়শলুয়া গ্রামে চিত্রা নদীর পাড় সংলগ্ন এলাকায় নিজস্ব জমিতে পুকুর পুনঃ খননের নামে বালু ও মাটি বিক্রি করছেন বড়শলুয়া গ্রামের ফজলুর রহমানের ছেলে মাহফুজ হোসেন। বালি ও মাটি বহনকারী ট্রাক্টর গুলোতে নেই ট্রিপলের ব্যবস্থা। বালু ও মাটি বহনকারী ট্রাক্টরগুলোর ধুলা বালিতে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। সকাল থেকে রাত পর্যন্ত গ্রামের মধ্যে দিয়ে বেপরোয়া ভাবে চলাচল করছে মাটি বহনকারী ট্রাক্টর। ঘরের দরজা জানালা বন্ধ করেও যেন ধুলা বালির হাত থেকে রক্ষা পাচ্ছেন না গ্রামবাসী।
এ বিষয়ে মাহফুজ হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি নিজস্ব জমিতে পুকুর পুনঃ খনন করছি। আমি কোনো মাটি বা বালু ব্যবসায়ী না। পুকুর গভীর করতে গেলে পুকুরের সব মাটি পাড়ে ধরে না তাই সেখান থেকে ১০০ গাড়ির মতো মাটি বিক্রি হতে পারে।
এ বিষয়ে স্থানীয় ভূমি অফিসে বিষয়টি অবগত করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলেন ভূমি অফিসের কর্মকতা।