স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গার পৌর এলাকার মুন্সিপাড়ার গাছ আলুজাতের উৎপাদন বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল পৌনে ৫টায় সদর কৃষিকর্মকতার্ কৃষিবিদ তালহা জুবায়ের মাসরুর সভাপতিত্বে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ সম্পাদক কৃষিবিদ সুফি রফিকুজ্জামান । বিশেষ অতিথি ছিলেন সদর কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আলমঙ্গীর হোসেন । আরো উপস্থিত ছিলেন সদর উপসহকারী কৃষি কর্মকতার্ নাসির উদ্দীন , অমিরুল রাসেল , কৃষি উদ্যোক্তা মোকারম হোসেন ,কৃষি উদ্যোক্তা হাফেজ আব্দুল কাদের সোহান ,কৃষক হারেস উদ্দীন ,দলিল উদ্দীন ও আদর্শ কৃষক আহসান আলম ডন ।
মাঠ দিবসে ৫০ জন কৃষক/কৃষাণীসহ সহকারী কৃষিকর্মকতারা উপস্থিত ছিলেন ।
এর আগে দুপুর ১২ টায় হাফেজ আব্দুল কাদের সোহানের মনমিলা গার্ডেনে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় । এতে সদর কর্মকতার্ তালহা জুবায়ের মাসরুর’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষিসম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গার উপপরিচালক কৃষিবিদ আলী হাসান । বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদি সুফি রফিকুজ্জামান ও কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আলমঙ্গীর হোসেন । প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করেন অতিথিবৃন্দ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *