ষ্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলার নুরনগরে ইউনুছ মিয়ার বাড়ীতে এক মাস পূর্বের দুঘর্ষ চুরির ঘটনার জড়িত গোপিনাথপুরের আল আমিন নামে একজনকে গ্রেফতার করেছে সদর থানার পুলিশ। এ সময় গেস্খফতারকৃত আসামীর কাছ থেকে বেশ কিছু চোরাই মালামাল উদ্ধার করা হয়।
গতকাল বুধবার দিবাগত রাত ১২টার পর গোপিনাথপুর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী আল-আমিন চুয়াডাঙ্গা সদর উপজেলার গোপিনাথপুর গ্রামের হামিদুল ইসলামের ছেলে।
এক প্রেস বার্তার মাধ্যমে সদর থানার পুলিশ জানায়, গত ১৪ জুন নুরনগর গ্রামের মোহাম্মদ ইউনুস বাড়ীর তালা ভেঙ্গে দুধর্ষ চুরির ঘটনা ঘটে। ওই দিন তারা কেউ বাড়ীতে ছিলো না। চোরের ঘরের তালা ভেঙ্গে নগদ ৫০ হাজার টাকা ৪ ভরি স্বর্ণালঙ্কার ও একটি দামী মোবাইল ফোনসহ অনুমান ৩ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। অনেক খোঁজা খুজি করে না পেয়ে গত এক মাস আগের চুরির বিষয়ে তিনি গত পরশু ৬ জুলাই মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) নিতিশ চন্দ্র বিভিন্ন গোয়েন্দা তথ্যসহ পুলিশের বিভিন্ন তথ্য প্রযুক্তি ব্যবহার করে গোপিনাথপুরের আল-আমিনকে গ্রেফতার করেন। একই সাথে আল আমিনের দেওয়া তথ্যের ভিত্তিতে মোবাইল স্বর্ণালঙ্কারসহ মোট দেড় লাখ টাকার মালামাল উদ্ধার করেন।
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ খান বলেন, এক মাস পূর্বে চুরির ঘটনায় গত পরশু অভিযোগ দায়ের হলে। ২৪ ঘন্টার মধ্যে জড়িত একজনকে গ্রেপ্তার করাসহ তার কাছ থেকে মোবাইল স্বর্ণালঙ্কারসহ প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই মামলায় তাকে ৫ দিনের জন্য পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ছাড়াও তিনি আরও বলেন, মামলায় জড়িত অপর আসামীদেরকেও আটক করার চেষ্টা চলছে।