Exif_JPEG_420 Exif_JPEG_420
বদরগন্জ প্রতিনিধিঃ ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ( সাঃ) কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শন করায় নয়মাইল ও সরোজগন্জ বাজারে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গতকাল শুক্রবার নয়মাইল বাজার রক্তদান ও সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।অন্য দিকে সরোজগন্জ বাজারে বিক্ষোভ করা হয়।বিক্ষোভ মিছিল টি বাজারে গুরুত্ত্ব পূর্ন গুরুত্বপূর্ন স্থানে প্রদক্ষিন করে।সমাবেশে বক্তারা এ ন্যাক্করজনক ঘটনার তীব্র নিন্দা ও ফ্রান্সের সকল পন্য বর্জনের আহ্বান করেন।বক্তারা আরো বলেন ফ্রান্স সহ সারাবিশ্বে মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন জুলুম দিন দিন বেড়েই চলছে।এমন কি মুসলমানদের নয়নের মনি,হৃদয়ের স্পন্দন,মুসলমানের কলিজা, যার জন্য মুসলমান ঈমানদাররা অকাতরে নিজের জীবন কুরবানী করতে পারে, সেই আল্লাহর প্রিয় হাবীব হযরত মুহাম্মদ (সাঃ) কে কটাক্ষ,ব্যাঙ্গচিত্র,গালি দিচ্ছে। দিন দিন বেড়েই চলেছে মুসলমানদের উপর নিপিড়ন। তাই পৃথিবীর সকল মুসলমানদের এক হওয়ার আহ্বান জানানো হয়।আরো দাবি জানানো হয় বাংলাদেশ সরকার প্রধানের কাছে।যেন ফ্রান্স থেকে সকল পণ্য আমদানি বন্ধ করে দেওয়া হয়।এসময় উপস্থিত ছিলেন,নয়মাইলবাজারের মোঃমহররম মুন্সী,সাদেক হাজি,আশরাফুল,বশির,আব্দুল্লাহ, নজরল ডাক্তার,উজ্জল,আমির,লিখন, আব্দুল্লাহ, মাওলানা ফুয়াদ কাজি,ডাঃ নাফিজুর রহমান কুদ্দুস,মোঃ তারিকুজ্জামান লাল্টুসহ অনেকে,সরোজগন্জ বাজারের, মোঃ আঃরউফ,মাসুম বিল্লাহ,বাবলু মিয়া, ওহাব মাস্টার,সহ অগনিত ব্যাক্তি।