দর্শনা অফিসঃ চুয়াডাঙ্গার নবগঠিত গড়াইটুপি ইউপি নির্বাচনের আর মাত্র বাকি দুই দিন। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের মধ্যে ততই বাড়ছে ব্যাস্থতা। নাওয়া খাওয়া ছেড়ে রাতের ঘুম হারাম করে ছুটছেন ভোটারদের দ্বারে,দ্বারে। করছেন কুশল বিনিময়, চাইছেন দোয়া, প্রার্থনা করছেন ভোট। ভোটারদের মন জয় করতে প্রার্থীরা অবলম্বন করেছেন নানা কৌশল। ।২০ অক্টোবর চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত গড়াইটুপি ইউপি নির্বাচন। এ নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়ন এলাকায় চলছে উৎসব। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের মধ্যে ততই বাড়ছে ব্যবস্থতা। আর ইউনিয়নের চায়ের দোকনগুলোতে বিকাল হতে না হতেই ভীড় জমাচ্ছে ভোটাররা। স্থানীয় নির্বাচন দলীয় আদলে হওয়ায় দলীয় প্রতীক দিয়ে প্রার্থী নির্ধারণ করেছে দলগুলো। তারই ধারাবাহিকতায় আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থী হিসাবে নৌকা প্রতীক পেয়েছেন প্রায়াত বীরমুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান ছাব্দারের ছেলে শফিকুর রহমান রাজু মাষ্টার। রাজু মাস্টার বলেন নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়েছে গড়াইটুপি ও তিতুদহ ইউনিয়নে বসবাস রত জনৈক এক আওয়ামীলীগ নেতা। মুখে আওয়ামীলীগের রাজনীতি করার ফুওয়ারা তুললেও বাস্তবে তারা বিএনপি জামায়াতের এজেন্ট বলে প্রকৃত আওয়ালীগের নেতা কর্মীরা মনে করছেন। বিষয়টির প্রতি দলের হাইকমান্ডের দৃষ্টিগোচরে রাখার দাবি জানিয়েছে ত্যাগী আ.লীগের নেতাকর্মীরাসেই নৌকাকে চ্যালেঞ্জ করে আওয়ামীলীগের বিদ্রোহী এবং স্বতন্ত্র যেমন প্রার্থী হয়েছেন তেমনি গড়াইটুপি ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতারা নৌকার বিপক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন। আর আওয়ামীলীগের দলীয় কোন্দলের এ সুযোগে গড়াইটুপি ইউনিয়ন জামায়াতের লোকজন নির্বাচনী প্রচার প্রচারণার নেপথ্যে মহিলা কর্মী দিয়ে দাওয়াতী কার্জক্রম ও দলকে সুসংঘঠিত করছে বলে একাধিক সূত্র জানিয়েছে।