কার্পাসডাঙ্গা /কুড়ুলগাছি প্রতিনিধিঃ ফ্রান্সে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ) কে নিয়ে ব্যঙ্গ ও কটুক্তির বিরুদ্ধে সারা বিশ্ব মুসলিম জনতা প্রতিবাদে ফুঁসে উঠেছে, কটুক্তি কারিদের ফাঁসির দাবীতে উত্তাল সারা বিশ্ব, ঠিক তখনি একই দাবী নিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ধর্মপ্রাণ মুসলিম জনতা। গতকাল শুক্রবার বিকাল ৪-৩০ ঘটিকার সময় কুড়ুলগাছি ইউনিয়নের চেয়ারম্যান শাহ্ মোঃ এনামুল করিম ইনুর নেতৃত্বে প্রায় ৫ শতাধিক ধর্মপ্রাণ জনতাকে সাথে নিয়ে এক বিক্ষোভ মিছিল কুড়ুলগাছি বাজার এলাকা থেকে ইউনিয়ন পরিষদের আশ পাশের সড়ক গুলি প্রদর্শন শেষে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ্ মোঃ এনামুল করিম ইনু, মোঃ মাজহারুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আব্দুল হালিম, মোঃ শাহজাহান। সমাবেশ শেষে বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলিমদের বিরুদ্ধে ইহুদীদের নিপীড়ন নির্যাতন বন্ধ, বিশ্ব মুসলিমদের হেফাজত, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল সোনার বাংলাদেশ বাস্তবায়নের জন্য মহান রব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করে মোনাজাত পরিচালনা করেন কুড়ুলগাছি বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ আলী হুসাইন।