চুয়াডাঙ্গার দর্শনা বন্দরে পৌছালো ভারত থেকে আমদানীকৃত ২৫ শ মেট্রিক টন গম
দর্শনা অফিসঃ দর্শনা বন্দরে পৌছালো ভারত থেকে আমদানীকৃত প্রায় ২৫শ মেট্রিক টন গম। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় ৪২টি রেল ওয়াগন ভর্তি গম ভারতের পশ্চিমবঙ্গের গেঁদে বন্দর হয়ে দর্শনায় পৌঁছায়।
এর আগে গম বোঝাই ট্রেনটি সীমান্ত অতিক্রম করলে দর্শনা চেকপোস্টে মেডিকেল বুথে ট্রেনের পরিচালক ও গার্ডদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হয়। এরপর ট্রেনটি দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে বন্দরের ইয়ার্ডে প্রবেশ করে।
কাস্টমস ক্লিয়ারিং ও উদ্ভিদ সংগ নিরোধের ছাড়পত্র পাওয়ার পর এ গম যশোর নওয়াপাড়া বন্দরে বুকিং করা হবে বলে জানিয়েছেন আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি।
ঢাকা রমনার আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স মোশারফ অ্যান্ড ব্রাদার্স এ গম আমদানি করেছে। আমদানি করা প্রতি টন গমের ইনভয়েস মূল্য দশ হাজার ৯৫ ইউএস ডলার। এটা নিয়ে গত দু’মাসে দর্শনা বন্দর দিয়ে ভারত থেকে ২৪ হাজার মেট্রিক টন গম আমদানি করা হলো।