স্টাফ রিপোর্টার: তৃণমুল খেলোয়াড়দের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সহ-সভাপতি ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সাবেক পর্যেবেক্ষক আব্দুল লতিফ খান যুবরাজ। গতকাল শনিবার দুপুরে পলাশপাড়াস্থ নিজ বাসবভনে চুয়াডাঙ্গা মহিলা ফুটবল দলের খেলোয়াড়দের সাথেও সাক্ষাতে মিলিত হন। এ সময় খেলোয়াড়দের খেলা-ধূলার খোঁজ-খবর সহ তাদেরকে খেলা-ধূলায় অনুপ্রাণিত করার জন্য যা যা করার দরকার তা করার আশ্বাস প্রদান করেন। এছাড়া গতকাল বাদ আসর চুয়াডাঙ্গা জেলা সদরের হানুড়বাড়াদি গ্রামে ক্লাসিক স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন যুবরাজ। তিনি তাদেরকে কিছু খেলার সরঞ্জাম উপহার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন লতিফ খানের সফর সঙ্গী কামরান হোসেন কাজল ও ক্লাসিক স্পোর্টিং ক্লাবের পরিচালক রফিকুল ইসলাম।