কার্পাসডাঙ্গা প্রতিনিধি :চুয়াডাঙ্গা জেলার  দামুড়হুদার  কার্পাসডাঙ্গায় রেল লাইন স্হাপনের  প্রতিবাদে মানববন্ধন ও আলোচনাসভা  অনুষ্ঠিত হয়েছে।গতকাল শুক্রবার  বিকাল সাড়ে ৩ টায় কোমরপুর ব্রীজ মোড়ে  (কার্পাসডাঙ্গা  ৪নং ওয়ার্ড কোমরপুর – বাঘাডাঙ্গা)  রেল লাইন স্হাপন প্রতিরোধ কমিটির আহবায়ক মওলা বকসের সভাপতিত্বে মানববন্ধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তরা বলেন  বর্তমান সরকার কৃষি বান্ধব সকার। মাননীয়  প্রধানমন্ত্রি শেখ হাসিনার নেতৃত্বে কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে। এদেশে কৃষক সমাজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে, কিন্তু অত্যন্ত দু:খের বিষয় কৃষি বান্ধব সরকার  কৃষি জমি নষ্ট করে রেল লাইন স্হাপনের সিন্ধান্ত নিয়েছে। যে কারনে হাজার হাজার হেক্টর বিঘা কৃষি জমি নষ্ট হবে।  এলাকার কৃষিজীবি মানুষ না খেয়ে মরবে। সরকারের কাছে আমাদের জোর দাবী রেল লাইন স্হাপন করে  এলাকায় দূর্ভিক্ষ ডেকে আনবেন না। রেল লাইন স্হাপন বন্ধ না করা  হলে দৃর্বার আন্দোলন গড়ে তোলা হবে। এসময় উপস্হিত ছিলেন জাহিদুর রহমান মুকুল, ইউপি সদস্য মনিরুজ্জামান মন্টু, ডা: ইবাদত আলী,আবুল কাশেম, সমির আলী   আশরাফ আলী, রবজেল আলী, হযরত আলী, মহাসিন আলী, নোয়াজ্জেশ আলী, আলাউদ্দিন, তমিজ উদ্দিন, রবিউল ইসলাম, সহিদুল হক,মিজান, কলিম উদ্দিন,  মোশারফ তরফদার, আক্তাদির, আশরাফ আলী, আশাদুল হক, মোস্তাফিজ কচি, বখতিয়ার বকুল, মেহেদি মিলন, আবুজাফর, আক্তার, মতিয়ার, খবির উদ্দিন, সানাউল কবির শিরিন, তারিকুল, সালেকিন তরফদার, আব্দুল গনি,শেখ শাহিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *