সরোজগঞ্জ প্রতিনিধি: চু্য়াডাঙ্গা সরোজগঞ্জ বোয়ালিয়া গ্রামের জুয়ার ওয়ারেন্টি আসামি সরু নামে একজনকে গ্রেফতার করেছে চু্য়াডাঙ্গা সদর থানা পুলিশ।জানাগেছেচু্য়াডাঙ্গা সদরে কুতুবপুর ইউনিয়নের বোয়ালিয়া কুটিঘাট পাড়া গ্রামের মফিজ উদ্দীনের ছেলে সরু মিয়া (৩৫) কে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৭ টারদিকে সরোজগঞ্জ কুতুবপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে চু্য়াডাঙ্গা সদর থানার এ এস আই সাকের আলী ও তার সঙ্গীও ফোর্স নিয়ে গ্রেফতার করে। এ বিষয়ে এ এস আই সাকের আলী জানায়, সরু জুয়ার ওয়ারেন্টি আসামি সে পালাতক ছিল গোপন সংবাদের ভিত্তিত্বে সরুকে গ্রেফতার করে সদর থানায় সোর্পদ করে দিই।