মেহেরপুর প্রতিনিধি:চুরির আপরাধে মেহেরপুর জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক জুয়েল রানাসহ আরো দুই জনকে ২ বছরের সশ্রম কারা দন্ড দিয়েছে। সাজা প্রাপ্ত আপর দুজন হলেন পৌর কলেজ মাঠ পাড়ার আশরাফুল ইসলাম ভোদর ও মেহেরপুর শহরের নতুনপাড়ার শাহাবুদ্দিন। মেহেরপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিরিন নাহারের আদালত এ রায় দেন।
মামলার বিবরনে জানা যায় মেহেরপুর ফুলবাগান পাড়ার একটি বাড়িতে চুরির আপরাধে তাদের এ সশ্রম কারা দন্ড দেওয়া হয়েছে।
মেহেরপুর তাঁতী লীগের সভাপতি নুর ইসলাম সুবাদ ঘটনার সত্যতা শিকার করে বলেন, আগের একটি মামলায় মেহেরপুৃও জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক জুয়েল রানাসহ আরো দুজনের সাজা হয়েছে। আদালত যেহুত সাজা দিয়েছে তাই এখানে আমাদের কিছু বলার নেই। আবার এমন ছোট ঘটনায় আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেবনা। তিনি আরো বলেন বিষয়টি কেন্দ্রীয় তাঁতী লীগের অফিসে আমি ফোনের মাধ্যমে আবগত করেছি । কেন্দ্রীয় নেতারাও কোন ব্যবস্থা না নেওয়ার জন্য বলেছে।