স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধিতে বাজার নিয়ন্ত্রণে মাঠে নেমেছে জেলা প্রশাসন, সদর উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। গতকাল বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমানের নেতৃত্বে চুয়াডাঙ্গার বড় বাজার নীচের বাজারে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালানো হয়েছে। এ সময় পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার না করার অপরাধে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ১৪ ধারায় মেসার্স কনা বাণিজ্যালয়ের মালিক মজিদ হোসেনকে ১ হাজার টাকা এবং মূল্য তালিকা প্রর্দশন না করার অপরাধে কাউছার স্টোরের মালিক কাউছারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ১ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া ধান,গম,ভুট্টা,সার,মরিচ,হলুদ,পেঁ য়াজ, আদা,রসুন,ধনিয়াও আলু এই পন্যগুলোতে বাধ্যতামূলকভাবে পাটজাত মোড়ক ব্যবহারের নির্দেশনা দেন। ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতায় ছিলেন পেশকার সোবহান আলী, মোবাইল কোর্ট ও অফিস সহায়ক আরমান আলী,এই সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানার এস আই মহব্বত ও শহিদুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা মার্কিটিং অফিসার সহিদুল ইসলা, চুয়াডাঙ্গা নীচের বাজারের সভাপতি শাহ আলম, সাধারন সম্পাদক মাফুজুর রহমান মাফি ও কাঁচামাল আড়ৎ সমিতির বিভিন্ন সদস্যবৃন্দ।চুয়াডাঙ্গা ইউএনও মুহাম্মদ সাদিকুর রহমান ব্যবসায়ীদের বলেন, আপনারা সব ব্যবসায়ীরা মালের রেট সঠিক ভাবে বোর্ডে লিখে রাখবেন, যাতে সব ক্রেতা বুঝতে পারে। তাছাড়া কোনও পেঁয়াজ নেটের বস্তায় রাখবেন না, চটের বস্তায় রাখার জন্য দিক নির্দেশনা দেন।