ভালাইপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের ভালাইপুর মোড় ও আলুকদিয়া বাজারে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক প্রচার প্রচারনা করা সহ সরকারী নিষেধ অমান্য করে মুখে মাক্স না পরায় ভ্রাম্যমাণ আদালত জরিমানা আদায় করা হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা সদরের ভালাইপুর মোড়ে ও আলুকদিয়া বাজারে জেলা প্রশাসনের উদ্যোগে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাদিকুর রহমান। করোনা কালিন মাক্স পরা বাদ্ধতামুলক জানিয়ে সতর্ক করে ২০১৮ এর ২৪(১) ধারায় ৬ জনকে ৩ হাজার ৭ শত ৫০ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত। এদিকে এই শীতেযেন করোনা ভাইরাস যেন মহামারি আকার ধারন করতে না পারে সেই লক্ষ মাক্স পরা বার্ধতামূলক জানিয়ে ভালাইপুর মোড়ে কাঁচা মালের আড়ৎ এ আসা হাজার হাজার সবজি চাষিদের সকলকে মাক্স পরে সবজি বিক্রি করতে আসার বিষয়ে সতর্ক করেন এবং করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সহযোগিতা করার আহবান জানান ভ্রাম্যমাণ আদালতের প্রতিনিধি দল।