স্টাফ রিপোর্টার:আসন্ন চুয়াডাঙ্গা পৌর নির্বাচনকে সামনে রেখে ম্যানেজারফোরাম ও ফারিয়া’র সাথে মতবিনিময় সভা করেছেন মেয়র প্রার্থী চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক সফল পৌর মেয়র জনাব রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।
গতকাল রবিবার রাত ৮ টার সময় আমন্ত্রণ রেষ্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের পাবলিক প্রোসিকিউটর (পিপি) এ্যাড. বেলাল হোসেন, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি এবিএম জহুরুল ইসলাম জোয়ার্দ্দার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন হেলা, জেলা পরিষদ সদস্য ও রেড ক্রিসেন্ট চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শাহান, চুয়াডাঙ্গা ম্যানেজারফোরাম এর সভাপতি আমিনুল ইসলাম মুকুল, সহ-সভাপতি শফিউল ইসলাম শফি ও সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, চুয়াডাঙ্গা ফারিয়া’র সভাপতি হাফিজ উদ্দিন হাবলু ও সাধারণ সম্পাদক মুনছুর আলী সহ আরো অনেকে।
মতবিনিময় সভার সঞ্চলনায় ছিলেন ম্যানেজারফোরাম এর সহ-সভাপতি শফিউল ইসলাম শফি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *