স্টাফ রিপোর্টার :আসন্ন চুয়াডাঙ্গা পৌর নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক সফল পৌর মেয়র জনাব রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।
গতকাল শনিবার বিকাল সাড়ে ৫টা থেকে রাত পর্যন্ত আলী হোসেন সুপার মার্কেট, মুন সুপার মার্কেট এবং বড়বাজার গলির ভেতরে নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের পাবলিক প্রোসিকিউটর (পিপি) এ্যাড. বেলাল হোসেন, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন হেলা, জেলা পরিষদ সদস্য ও রেড ক্রিসেন্ট চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শাহান, আলী হোসেন সুপার মার্কেটের সভাপতি রফিকুল হাসান বিট্টু ও সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, কোষাধ্যক্ষ আশরাফুজ্জামান লিংকু, ওহিদ হোসেন জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা টেলিকমের মালিক রিংকু জোয়ার্দ্দার, সেতু ইলেকট্রনিকের মালিক সেতু, সোহাগ সু’র মালিক ওয়াজেদ, ঢাকা সু’র মালিক মুক্তাদির সহ ব্যবসায়ীবৃন্দ।