স্টাফ রিপোর্টার:আসন্ন চুয়াডাঙ্গা পৌর নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (মাইক্রো-কার শাখা) আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে একাডেমি মোড়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় মাইক্রো-কার ইউনিয়নের সভাপতি টোকন মিয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেয়র প্রার্থী চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা শ্রমিক লীগের সভাপতি মো. আফজালুল হক বিশ্বাস, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন হেলা।
এছাড়া আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রিপন মন্ডল, যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কেতু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ লালা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো. সোহরাব উদ্দিন, জেলা কৃষক লীগের সহ-সভাপতি চন্দন মিয়া, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা লালা, মৎস্য সমিতির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, মাইক্রো-কার ইউনিয়নের সাধারণ সম্পাদক মিন্টু জোয়ার্দ্দার, রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি আব্দুল গফুর ও সাধারণ সম্পাদক কালাম, বিদ্যুৎ শ্রমিক লীগ নেতা পবিত্র মালাকার, ইজি বাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি ইদু ও সাধারণ সম্পাদক সাজু মিয়া সহ চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (মাইক্রো-কার শাখা)’র সকল নেতাকর্মীবৃন্দ।
মতবিনিময় সভার সঞ্চালনায় চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা আব্দুল কাদের।