স্টাফ রিপোর্টার:আসন্ন চুয়াডাঙ্গা পৌর নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গার মাছ পট্টিতে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আব্দুল মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেয়র প্রার্থী চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।
গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গা মৎস্য আড়তদার মালিক সমিতির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা শ্রমিক লীগের সভাপতি মো. আফজালুল হক বিশ্বাস, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন হেলা, জেলা পরিষদ সদস্য ও রেড ক্রিসেন্ট চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শাহান, সাবেক স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. সোহরাব উদ্দিন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা মৎস্য আড়তদার মালিক সমিতির সভাপতি মো. ফিরোজ, সেলিম জোয়ার্দ্দার, সাইদুল, মঈন উদ্দিন, বিপ্লব, মান্নু মিয়া, মনোয়ার মনু, নজরুল, মোতাহার হোসেন তোতা, চম্পা, বাবুল, শ্রমিক লীগ নেতা কালাম, ৮নং ওয়ার্ড সভাপতি কামরুজ্জামান তালু, ৯নং ওয়ার্ড সভাপতি মাসুদ হোসেন জোয়ার্দ্দার অলক ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলবুল, ৯নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর সহিদুল কদর সহ মৎস্য আড়তদার মালিক সমিতির সদস্যবৃন্দ।
মতবিনিময় সভার সঞ্চালনায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ও যুব লীগ নেতা আব্দুল কাদের।