স্টাফ রিপোর্টার :আসন্ন চুয়াডাঙ্গা পৌর নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা পৌর এলাকার ০৮নং ওয়ার্ডের বেলগাছি গ্রামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
গতকাল সোমবার বিকাল সাড়ে ৫টার সময় বেলগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগ নেতা ইদ্রিস আলির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র পদপ্রার্থী চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক সফল পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের পাবলিক প্রোসিকিউটর (পিপি) এ্যাড. বেলাল হোসেন, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন হেলা, জেলা পরিষদ সদস্য ও রেড ক্রিসেন্ট চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শাহান।
 এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ০৮ নং ওয়ার্ড সভাপতি কামরুজ্জামান তালু,সহ-সভাপতি আনোয়ার জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইন্তা, সাংগাঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, আকিজুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ শান্তি, শিক্ষা স্কুল বিষয়ক সম্পাদক আল মামুন,স্থানীয় আওয়ামী লীগ নেতা মজিদ, আবু, আকালে জোয়ার্দ্দার, সিরাজ, তারুক, গোলাপ, কাদের, মোজাম্মেল, উলফাত, ছাত্তার, নুরুজ্জামান, শপিউদ্দিন, কোমল, হাবিল, সাবান, ওহেদ আলি, ইমান আলি, মেসকাত সহ ওয়ার্ডের সকল নেতাকর্মিরা এবং স্থানীয় এলাকাবাসী।
সঞ্চালনায় ছিলেন ০৮ নং ওয়ার্ড সাবেক সাধারণ সম্পাদক ইছাহক আলী বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *