আলমডাঙ্গা অফিসঃ আলমডাঙ্গায় শারদীয় দুর্গা পুজা উপলক্ষে মন্ডপ পরিদর্শন করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাইদুল ইসলাম। গতকাল শুক্রবার রাতে আলমডাঙ্গার বিভিন্ন পুজা মন্ডব পরিদর্শন করেন। পুলিশ সুপার বলেন,স্বাস্থ বিধি মেনে ধর্মিয় উৎসব পালন করেন,কোন সমস্যা নেই।কেউ যদি ধর্মিয় অনুভুতির উপর আঘাত হানে তাকে উপযুক্ত শাস্থি পেতে হবে।ধর্ম যার যার উৎসব সবার।শারদীয় দুর্গাৎসব বাংলার সনাতন ধর্মালম্বিদের সব চাইতে বড় উৎসব,এই উৎসবকে ঘিরে হিন্দু,মুসলিম সকলে মিলেই উৎসব পালন করে আসছে। তবে করোনার কারনে এ বছর যেমন ঈদের নামাজ ঈদগা ময়দানে জামাত হয়নি,তেমনই স্বারদীয় উৎসব হবে কিন্ত কোন মেলা,অতিরিক্ত লোকের ভীড় করা চলবে না। আপনারা শান্তিপুর্ন ভাবে শারদীয় উৎসব পালন করেন,আমি সর্বক্ষনিক খোঁজ খবর রাখব। মন্ডব পরিদর্শন কালে উপস্থিত ছিলেন পৌর মেয়র হাসান কাদীর গনু,থানা অফিসার ইনচার্জ আলমগীর কবির,ওসি অপারেশন স্বপন কুমার দাস,এস আই সিদ্ধার্থ, রথতলা মন্দীর কমিটির সম্পাদক বিদ্যুৎ সাহা,পৌর পুজা উদযাপন কমিটির সভাপতি পরিমল কুমার কালু ঘোষ,আলমডাঙ্গা পুজা উদযাপন কমিটির সভাপতি ডাঃ অমল কুমার বিশ্বাস,প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সম্পাদক হামিদুল ইসলাম,অসিম কুমার সাহা,শুভেন্দ সিংহ রায়,জয় কুমার বিশ্বাস,বিধান কুমার বেদ,বিশ্বনাথ দেব,সুদিব কুমার বিশ্বাস,তাপস কুমার বেদ,অসিম সিংহ রায় প্রমুখ।তিনি রথতলা পুজা মন্দীর ও স্টেশন পাড়া পুজা মন্দীর পরিদর্শন করেন।প্রথমে রথ তলা মন্দীরে আসলে পুলিশ সুপার জাইদুল ইসলাম কে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।