তিতুদহ প্রতিনিধি:চুয়াডাঙ্গার সদ‌র উপ‌জেলার নবগ‌ঠিত গড়াইটু‌পি ইউ‌নিয়‌নে সকাল ৯ থে‌কে প্রশাসনের ক‌ঠোর নীরাপত্তার ম‌ধ্যে ই‌ভিএম এ ভোট গ্রহণ সম্পূর্ণ। ভোটারা ব‌্যাপক উৎসাহ নি‌য়ে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করেন।
গতকাল (২০অ‌ক্টোবর) মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পযর্ন্ত বির‌তিহীন ভা‌বে ভোট গ্রহন সম্পন্ন হয়। চুয়াডাঙ্গার নবগ‌ঠিত গড়াইটু‌পি ইউ‌নিয়‌নের প্রথম ভোট ই‌ভিএম পদ্ধ‌তি‌তে গ্রহণ করা হয়েছে। একই সা‌থে ই‌ভিএম পদ্ধ‌তি‌তে জেলায় এটাই প্রথম ভোট গ্রহন।

ই‌ভিএম পদ্ধ‌তি‌তে প্রথম ভোট হওয়ায় ভোট দি‌তে গি‌য়ে ভোটাররা প্রথ‌মে একটু বিভ্রা‌ন্তি‌তে হলেও পরে সুন্দর ভাবে ভোট প্রদান করতে সফল হয়। ত‌বে ই‌ভিএম এ প্রথম ভোট দি‌য়ে কেন্দ্র থে‌কে বের হওয়া ভোটাদের বেশ উৎফুল্ল দেখা‌চ্ছে।

তারা জানান, ই‌ভিএম এ ভোট দি‌তে প্রথ‌মে একটু সমস্যা লাগ‌লেও ভোট দেওয়ার পর বেশ ভাল লাগ‌ছে। আস‌লে ই‌ভিএম এ ভোট দেওয়া খুবই সহজ।

অপর‌দি‌কে, ই‌ভিএম এ ভোট গ্রহণ খুবই ধীর গ‌তি‌তে হওয়ায় দির্ঘ সময় ভোট ক‌ক্ষের বাই‌রে রোদ গর‌মে লাই‌নে দা‌ড়িয়ে থে‌কে বিরক্ত হ‌য়ে ভোট না দি‌য়ে বা‌ড়ি‌তে ফি‌রে যা‌চ্ছে অ‌নেক ভোটার। এ‌দের ম‌ধ্যে নারী ভোটারই বেশী। ভোট প্রদা‌নের ধীর গ‌তি ও ভোটাররা ভোট না দি‌য়ে কেন্দ্র থে‌কে বা‌ড়ি চ‌লে যাওয়ায় ভোট প্রদা‌নের হার অ‌নেকটা ক‌মে যা‌বে ব‌লে ধারণা কর‌ছে নির্বাচনি পর্যবেক্ষকরা। ইউনিয়নে মোট ১৬ হাজার ৪৭৪ জন নারী- পুরুষ ভোটার নি‌য়ে নবগ‌ঠিত গড়াইটু‌পি ইউ‌নিয়ন গ‌ঠিত হয়ে‌ছে। এরমধ্যে পুরুষ ভােটার ৮ হাজার ৩০৫ জন এবং নারী (মহিলা) ভােটার ৮ হাজার ১৬৯ জন । ভোটার‌দের নি‌র্বিঘ্নে ভোট কে‌ন্দ্রে আস‌তে ও ভোট দি‌তে পু‌লিশ ও আনসার সদস‌্যদের পাশাপা‌শি নির্বাচ‌নি এলাকার আইন-শৃংখলাসহ সার্বিক নীরাপত্তার দা‌য়িত্ব পালন কর‌ছেন র‌্যাব ও বি‌জি‌বি। এছাড়া, ভো‌টের আ‌গের দিন গত সোমবার থে‌কে স্থায়ী ভা‌বে নির্বাচ‌নি এলাকায় জেলা প্রশাস‌নের পক্ষ থে‌কে  ৩ জন নির্বাহী ম‌্যা‌জি‌ষ্ট্রেট নি‌য়ো‌জিত আ‌ছে।

এছাড়াও, জেলা প্রশাসক নজরুল ইসলাম, জেলা পু‌লিশ সুপার জা‌হিদুল ইসলাম, জেলা ও উপ‌জেলা নির্বাচন অ‌ফিসার, উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার প্রমুখ নির্বাচ‌নি এলাকা ঘু‌রে ভোটার‌দের স্বতসফুর্ত ভা‌বে ভোট প্রদা‌নের জন‌্য উৎসাহ দি‌য়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *