স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্বেলন কক্ষে এ সভার আয়োজন করে জেলা ক্রীড়া সংস্থা। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার শুভসূচনা করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি নজরুল ইসলাম সরকার। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বর্তমান জেলা ক্রীড়া সংস্থার নির্বাচিত কমিটিতে যারা আছেন তাদের মধ্যে বেশিরভাগই তরুন। বর্তমানে করোনার কারনে সারাদেশে সবধরনের খেলা বন্ধ থাকলেও সীমিত আকারে আবার শুরু করার চেষ্টা করা হচ্ছে। এক সময় চুয়াডাঙ্গা জেলায় অনেক নামকরা খেলোয়ার ছিলো যারা বাংলাদেশ জাতীয়দলে খেলেছেন। তারা দেশর মাটি ও বিদেশের মাটিতে খেলে বাংলাদেশসহ চুয়াডাঙ্গার সুনাম অর্জণ করেছে। এখন আর চুয়াডাঙ্গা থেকে তেমন খেলোয়ার তৈরী হচ্ছেনা। আমাদের তরুদের মাঝে খেলোয়াড়ি মনোভাব সৃষ্টি করতে হবে। করোনার কারনে শিক্ষার্থীরা ঘরের মধ্যে আটকে থেকে তাদের মনোবল নষ্ট হতে চলেছে। একমাত্র খেলাধুলায় পারে তাদের মনোবলকে চাঙ্গা করে তুলতে। মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। চুয়াডাঙ্গার খেলাধুলাকে চাঙ্গা করতে জেলা ক্রীড়া সংস্থার নব নির্বাচিত কমিটিকে আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্য শেষে নবনির্বাচিত কমিটির পরিচিতি পর্ব। পূর্ববর্তী কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন। পূর্বেও কমিটি হতে দায়িত্বভার গ্রহণ। জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন সাব কমিটির নামকরণ, সংখ্যা ও কার্যপরিধি সম্পর্কিত আলোচনা, বার্ষিক ক্রীড়াপঞ্জি-২০২০-২০২১ প্রসঙ্গে আলোচনা, জেলা ক্রীড়া সংস্থার উন্নয়নে পৃষ্ঠপোষকতার মাধ্যমে অর্থ সংগ্রহ সম্পর্কিত আলোচনা ও খেলাধুলার বিষয়ে সার্বিক আলোচনা করা হয়।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, করোনার কারনে ফুটবলসহ সবধরনের খেলাধুলা বন্ধা থাকার করানে আমরা বিশেষ কোন খেলার আয়োজন করতে পারিনি। আমরা আগামী কয়েকমাসের মধ্যে মুুজব শতবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসক গোল্ডকাপ খেলার মাধ্যমে চুয়াডাঙ্গা জেলা খেলাধুলাকে আবারও চাঙ্গা করে তুলবো।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটির সকল সদস্যবৃন্দ।