স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গা জেলা সদরের মোমিনপুর ইউনিয়নের নীলমনিগঞ্জের শহীদ রবিউল ইসলাম মিলনায়তনের পক্ষে জেলা যুবলীগের আহ্বায়ক ও পুনঃনির্বাচিত জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার কে সংবর্ধনা দিয়েছে। গতকাল শনিবার বেলা ৪ টার দিকে নীলমণিগঞ্জ শহীদ রবিউল ইসলাম মিলনায়তন প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগের সভাপতি গোলাম ফারুক জোয়ার্দ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্্রীড়া সংস্থার সহ-সভাপতি মাহাবুল ইসলাম সেলিম, যুগ্মসাধারণ সম্পাদক মিলন বিশ্বাস, সদস্য আজাদ আলী, অ্যাডভোকেট তাসলিম উদ্দিন ফিরোজ, জেলা কৃষক লীগের প্রচার সম্পাদক মহসিন আলী, মোমিনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক খালিদ হাসান মিলন, সাবেক সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, সাবেক যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান মাজু, নীলমনিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মুন্নাফ, ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মোমিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রানা আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ ইউনিয়ন যুবলীগ নেতা চান্দু আলি, পলাশ উদ্দিন, আকাশ আহমেদ, এরশাদ আলী, জেলা যুবলীগ নেতা মাসুম উদ্দিন, রামিম হাসান সৈকত, টুটুল, দিপু, সুমন, বাচ্চু সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মী বৃন্দ। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জেলা যুবলীগের আহবায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দারকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরন করা হয় ও সংবর্ধনা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *