আলমডাঙ্গা অফিস : আলমডাঙ্গার মেসার্স তাজ মটরস চুয়াডাঙ্গা জেলার সর্বোচ্চ করদাতা মনোনীত হয়েছে। এ উপলক্ষে গত ১০ ডিসেম্বর যশোরে ভ্যাট দিবসে তাজ মটরসের স্বত্বাধিকারী গোলাম মোস্তফাসহ ১০ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের মালিককে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।”মুজিব বর্ষের অঙ্গিকার, ইএফডিতে এনবিআর” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে যশোর কাস্টমস এক্সাইজ অফিসে গত বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ভ্যাট দিবস উপলক্ষে সেমিনার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোরের কমিশনার জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেনাপোল কাস্টম কমিশনার আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ভ্যাট কমিশনারেট যশোরের অতিরিক্ত কমিশনার ফজলুল হক।অনুষ্ঠান সঞ্চালনা এবং স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম কমিশনার নাহিদ নওসাদ মুকুল।
অনুষ্ঠানে ১০ জেলার ২৩ জন সর্বোচ্চ করদাতাকে পুরস্কৃত ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি আজিজুর রহমানের হাত থেকে সম্মননা ক্রেস্ট গ্রহণ করেন চুয়াডাঙ্গা জেলার সর্বোচ্চ করদাতা আলমডঙ্গার তাজ মটরসের স্বত্বাধিকারী গোলাম মোস্তফা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার কাস্টম সহকারী কমিশনার রাফেজা সুলতানা।এদিকে জেলার সর্বোচ্চ করদাতার পুরস্কার পাওয়ায় গোলাম মোস্তফাকে ব্যবসায়ীরা অভিনন্দন জানিয়েছেন।