স্টাফ রিপোর্টার :প্রেস ইন্সটিটিউট বাংলাদেশের (পিআইবি) আয়োজনে চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় সার্কিট হাউস মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। 

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপ্রধান ছিলেন পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন প্রমুখ।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ম্যাক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান দেশের বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর ফিরোজ আহম্মেদ লিটন এ দিন প্রশিক্ষণ দেন।

আগামী রোববার বিকালে সনদপত্র বিতরণের মাধ্যমে প্রশিক্ষণের সমাপ্তি ঘটবে। জেলার চুয়াডাঙ্গা প্রেসক্লাবের  ৩০ জন গণমাধ্যমকর্মী প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *