ষ্টাফ রিপোর্টারঃ চুয়াডাঙ্গা আন্তঃজেলা ট্রাংক ও ট্রাংক লরী শ্রমিক ইউনিয়নের জরুরী সাধারণ সভা অনুষ্টিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমীর মুক্ত মঞ্চে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।চুয়াডাঙ্গা আন্তঃজেলা ট্রাংক ও ট্রাংক লরী শ্রমিক ইউনিয়নের সভাপতি এমদাদুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক শ্রম দপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক মোঃ সিরাজুল ইসলাম,জেলা বাস ট্রাক সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল, জাতীয় শ্রমিক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আফজালুল হক ও জেলা বাস ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি ও জেলা শ্রমিক লীগের সেক্রেটারি হাজী রিপন মন্ডল। সভায় স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা আন্তঃজেলা ট্রাংক ও ট্রাংক লরী শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মুন্তাজ আলী।সংগঠনের সহসভাপতি মামুন অর রশীদের উপস্থাপনায় জরুরী সাধারণ সভায় সংগঠনের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সহ নির্বাচনের দিনক্ষণ নির্ধারন করা হয়।