তিতুদহ প্রতিনিধি:চুয়াডাঙ্গার নবগঠিত গড়াইটুপি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শফিকুর রহমান রাজু ইউনিয়নের ৫টি পূজামণ্ডপে ১৫ হাজার টাকা নগদ অর্থ প্রদান ও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।গতকাল রোববার সন্ধ্যার পর তিনি সফরসঙ্গীসহ এ পরিদর্শন ও ব্যক্তিগত অর্থ প্রদান করেন।
জানাগেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত গড়াইটুপি ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা চলছে।গতকাল নবমীর দিনে গহেরপুর পূজামন্ডপ,বাটিকাডাঙ্গা পূজামণ্ডপ, গড়াইটুপি শিব মন্দির,পালপাড়া পূজামণ্ডপ ও তেঘরী সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন নবগঠিত গড়াইটুপি ইউপির চেয়ারম্যান শফিকুর রহমান রাজু।এ সময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন,চুয়াডাঙ্গা সদর থানা আ.লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক ফাতরুজ্জামান মাস্টার,সিনিয়র আ.লীগ নেতা আব্দুল খালেক মাস্টার, আব্দুল কুদ্দুস মাস্টার,উথলী ডিগ্রী কলেজের প্রভাষক মিজানুর রহমান,গড়াইটুপি ইউনিয়ন আ.লীগের যুগ্ম সাধারণ সম্মাদক আমজাদ হোসেন,সাবেক তিতুদহ ইউনিয়ন যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম রোকন, আ .লীগ নেতা শাহআলম বাচ্চু,যুবলীগ নেতা শুসান্ত কর্মকার, নিতাই পাল,আশা আলি, নবনির্বাচিত মেম্বার জিল্লুর রহমান জুয়েল, আলম হোসেন,চাঁন প্রমুখ।