স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার নুরনগরের এরাঙ্গ বাদশাকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪৭ অ্যাম্পুল ভারতীয় ইনজেকশনসহ তাকে আটক করা হয়। আটককৃত এলাঙ্গ বাদশা (৩৮) চুয়াডাঙ্গা সদর উপজেলার নুরনগর গ্রামের মৃত সুলতান শেখের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে গোপণ সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিয়তউল্লাহ , পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ পরিদর্শক আবুল কালাম আজাদ, সহকারী উপ পরিদর্শক আকবর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে নুরনগর গ্রামের মাদক ব্যাবসায়ী এলেঙ্গা বাদশার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এলেঙ্গা বাদশার শিকারোক্তিতে তার ঘর থেকে ৪৭ অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ তাকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।ভ্রাম্যমাণ আদালতের পেশকার ছিলেন আব্দুল লতিফ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *