স্টাফ রিপোর্টারঃ চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধুর সুদ মুক্ত ক্ষুদ্র ঋণের নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ে জাফরপুর প্রকল্পের আওতায় ৬ জনের মাঝে ঋণের নগদ টাকা বিতরণ করা হয়৷ চুয়াডাঙ্গা সদর উপজেলা সমাজসেবা অফিসার মৌমিতা পারভীন ঋণ গ্রহীতা ৬ জনের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করেন। এ সময় সদর উপজেলা সমাজসেবা অফিসার মৌমিতা পারভীন বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে সুদমুক্ত ঋণ বিতরণ কার্যক্রম চালু করেন। পিছিয়ে পড়া দরিদ্র মানুষ গুলোকে সুদ মুক্ত ক্ষুদ্র ঋণের আওতায় আনা হয়েছে। যাতে তারা এই ঋণ নিয়ে ব্যবসার কাজে লাগিয়ে পরিবারে একটু স্বচ্ছলতা ফিরিয়ে আনতে পারে। সেই লক্ষে বর্তমানে এখনও সেটা চালু রাখা হয়েছে।এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।