স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গায় পুলিশি বেষ্টনির মধ্যে নানা আয়োজনে  জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল  মঙ্গলবার দুপুর ১২ টায় র‍্যালি আলোচনাসভার মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সকালে সাহিত্য পরিষদ চত্বরে থেকে একটি র্যালি বের করতে গেলে পুলিশি বাধার মুখে পড়েন নেতাকর্মীরা। এতে র্যালিটি মূল সড়কে উঠতে না পারলেও সেখান থেকে সরকারবিরোধী নানা স্লোগান দেয়া হয়। পরে পুলিশের বাধায় র্যালি বের করতে না পারায় শেষ পর্যন্ত আলোচনাসভার মাধ্যমে কর্মসূচি পালন করা হয়।এরপর সাহিত্য পরিষদ হল রুমে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় জেলা  আলোচনা সভায় জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিপ্লব সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শরীফুজ্জামান শরীফ।প্রধান অতিথি  বক্তব্যে বিএনপি নেতা শরীফ বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হবে এবং জনগণকে তাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হবে। হাতে গড়া বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধ্বংস করার পায়তারা শুরু হয়েছে। যারা দিনে বিএনপি আর রাতে আওয়ামী লীগ এমন নেতাকর্মী আমার দরকার নাই। শহীদ জিয়ার আদর্শের কজন কর্মী থাকে সেটাই আমার কাছে যথেষ্ট। আগামী দিনে সকল ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করা হবে।এসময় বিএনপি নেতা ও পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের কাউনসিলর আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী সিরাজুল ইসলাম মণি,  জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদল আমান উল্লাহ আমান, মাবুদ সরকারসহ জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নের যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জায়েদ মোহাম্মদ রাজিব খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *