স্টাফ রিপোর্টার:প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)আয়োজিত তিন দিনব্যাপী (০৯-১১ অক্টোবর ২০২০) চুয়াডাঙ্গা জেলার সাংবাদিকদের জন্য অনুসন্ধানমূলক রির্পোটিং বিষয়ক প্রশিক্ষণ চুয়াডাঙ্গা সার্কিট হাউজ মিলনায়তনে সমাপ্ত হয়েছে।
সমাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুসন্ধান মূলক রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষনরত চুয়াডাঙ্গা প্রেসক্লাবের ৩০ জন সংবাদ কর্মিদের হাতে সনদ পত্র তুলেদেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসালম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ, গবেষক ও সাংবাদিক হামিদুল হক মুন্সি। সভাপ্রধান হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন। প্রশিক্ষণটিতে চুয়াডাঙ্গা জেলার ৩০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ সমন্বয়কারী প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের প্রশিক্ষক শাহ আলমের সঞ্চালনায় সমাপনী বক্তব্য রাখেন- পুলিশ সুপার জাহিদুল ইসলাম, সাংবাদিক ও শিক্ষাবিদ হামিদুল হক মুন্সি, সরদার আল আমিন।
পরে প্রশিক্ষণে অংশগ্রহনকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র তুলে দেন অতিথি বৃন্দ। গত শুক্রবার থেকে শুরু হওয়া ৩ দিনের অনুসন্ধানমূলক রির্পোটিং বিষয়ক প্রশিক্ষণে অংশ নেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আলআমিন ও সাধারন সম্পাদক রাজীব হাসান কচি’র নেতৃত্তে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের ৩০ জন সংবাদকর্মী।