স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে বর্ণাঢ্য র‍্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাপ্তি হয়। পরে সদর উপজেলা পরিষদের মুক্তমঞ্চে এক আলোচনা সভার আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, নারীর প্রতি সহিংসতা রোধ করতে সকল নারীদের সুসংগঠিত হয়ে কাজ করতে হবে। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা লোক মর্চার  সাধারণ সম্পাদক সাংবাদিক শাহ আলম সনি, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শামিমুজ্জামন, সদর উপেজালা ভাইস চেয়ারম্যান গরীব রুহানী মাসুম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি, প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, সদর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ইসরাত জাহান, উপজেল মৎস্য অফিসার ইব্রাহিম হামিদ শাহিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উত্তম কুমার কুন্ডু, সদর উপজেলা প্রক্যশলী আরিফউদ্দৌলা, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম জোয়ার্দ্দার, সদর উপজেলা সমাজসেবা অফিসার মৌমিতা পারভীন, সদর থানার ওসি তদন্ত লুৎফুল কবীর, তথ্য আপা আফলাতুন আক্তারসহ  নারী সংগঠনের নের্তৃবৃন্দ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *