স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গার দামুড়হুদায় শিশু হেলেনা হত্যা মামলায় সৎ পিতাকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়াও ১০ হাজার টাকা জরিমানা ও আনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। বুধবার দুপুরে আসামীর উপস্থিতিতে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মোহা: বজলুর রহমান এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন সাজা প্রাপ্ত জাহাঙ্গির কুষ্টিয়া জেলার খোকসা কমলাপুর গ্রামের হাসমত ডাক্তারের ছেলে।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের হাজেরা বেগমের সাথে স্বামী জাহাঙ্গির শ্বশুড় বাড়িতে ঘর জামাই থাকতো। ২০১৪ সালের ২২ এপ্রিল রাতে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ নিয়ে ঝগড়া হয়। পরের দিন গভির রাতে জাহাঙ্গির তার সৎ মেয়ে হেলেনাকে ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে হত্যা করে লাশ বাড়ির পাশে পুকুরে ফেলে পালিয়ে যায়। পরের দিন সকালে গ্রামের একটি পুকুরে জাল ফেললে হেলেনার মৃত দেহ উঠে আসে।
শিশুটির মা হাজেরা বেগম বাদী হয়ে একজনকে আসামী করে দামুড়হুদা থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা দামুড়হুদা থানার এসআই আফজাল হোসেন ২০১৪ সালের ১২ নভেম্বর একজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
বুধবার দুপুরে ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতে আসামীর উপস্থিতিতে বিচারক এ রায় ঘোষণা করেন। রাতে যাবজ্জীবন কারাদন্ড, দশ হাজার টাকা জরিমানা ও আনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
রায় ঘোষণার পর আসামীকে পুলিশ প্রহরায় চুয়াডাঙ্গা জেলা কারাগারে নেওয়া হয়েছে।