দর্শনা অফিসঃ চুয়াডাঙ্গায় চোরচক্রের খপ্পরে পড়ে ইজিবাইক খুইয়েছেন রেজাউল নামের এক ইজিবাইক চালক। তার ইজিবাইক নিয়ে চম্পট দিয়েছে যাত্রী বেশী ওই চোরেরা। গতকাল রোববার সকালের দিকে চুয়াডাঙ্গা জজকোটের গেটের সামনে সড়কে ঘটনাটি ঘটে। ইজিবাইক হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে ইজিবাইক চালক রেজাউল।ইজিবাইক চালাক রেজাউল জানায়, সে চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন বেগমপুর ইউনিয়নের হরিশপুর গ্রামের আয়নাল মন্ডলের ছেলে। সে পেশায় একজন ইজিবাইক চালক। সে দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গা শহর এলাকায় ইজিবাইক চালিয়ে জিবিকা নির্বাহ করে আসছে। প্রতিদিনের ন্যায় গতকাল রোববার কাকডাকা ভোরে বাড়ি থেকে বের হয়। সে চুয়াডাঙ্গায় পৌছানোর পর ইজিবাইকে যাত্রী নিয়ে শহরের বিভিন্ন এলাকাতে ছুটতে থাকে। একপর্যায় সকাল ১০ টার দিকে চুয়াডাঙ্গা এ্যাকাডেমি মোড়ে যাত্রী নামানোর সময় ভদ্রবেশী দুইজন যাত্রী বেশি চোর ইজিবাইকে ওঠে। তারা চুয়াডাঙ্গা জেলা কোটে এসে নামে। যাত্রী নামিয়ে ইজিবাইক চালক রেজাউল গাড়ি ঘোড়াতে থাকলে এসময় ওই গাড়ি থেকে নামা এক যাত্রী ইজিবাইক চালককে থামতে বলে জেলা কারাগারে যাবে বলে গাড়িতে চেপে বসে। ইজিবাইক চালক গাড়ি নিয়ে বের হয়ে জজ কোর্টের গেট পার হতেই সংকেত দিয়ে ইজিবাইক চালককে থামতে বলে যাত্রী বেশী চোর। এরপর যাত্রী বেশী চোর কৌশল অবলম্বন করে তার রেখে আসা সহযোগীকে ডেকে নিয়ে আসতে বলে। যেমন কথা তেমন কাজ। ইজিবাইক চালক রেজাউল তার ইজিবাইক রেখে উক্ত ব্যাক্তিকে খুজে ফিরে দেখে তার ইজিবাইক নিয়ে চম্পট দিয়েছে যাত্রী বেশী ওই চোর চক্র। পরে অনেক খোঁজাখুজি করে তার ইজিবাইকের সন্ধান না পেয়ে দিশেহারা হয়ে পড়ে।