ষ্টাফ রিপোর্টারঃআমাদের স্বপ্ন কুষ্ঠ মুক্ত বাংলাদেশ এই শ্লোগান নিয়ে চুয়াডাঙ্গা জেলার কুষ্ঠ কার্যক্রম সংক্রান্ত এবিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন ইম্প্যাক্ট হাসপাতাল চুয়াডাঙ্গা ইউনিটের প্রশাসনিক কর্মকর্তা ডাঃশফিউল কবীর জিপু।
ইম্প্যাক্ট ফাউন্ডেশনের আয়োজনে জেলার কুষ্ঠ কার্যক্রম সংক্রান্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক রাজীব হাসান কচি,বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাধারন সম্পাদক বিপুল আশরাফ, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকায় প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন ও দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার বার্তা সম্পাদক আহাদ আলী মোল্লা।
মতবিনিময় সভায় বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন অংশগ্রহণ করেন।