ষ্টাফ রিপোর্টার : আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাতেনের সাথে সৌজন্য স্বাক্ষাৎ করলেন ৫ নং চিৎলা ওয়ার্ড আওয়ামী লীগের নেত্বৃৃন্দ।
গতকাল বুধবার রাত ৯ টার সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাতেনের কুলপালাস্থ বাস ভবনে সৌজন্য স্বাক্ষাৎকালে উপস্থিত ছিলেন, চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খাইরুল ইসলাম, ৫নং চিৎলা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশুতোষ, সহ-সভাপতি হিয়াত আলী, আব্দুল মান্নান ও জমির হোসেন, যুগ্ম সম্পাদক জাহিদ, কোষাধাক্ষ হেলাল উদ্দিন এবং কমিটির অন্যান্য নেত্বৃৃন্দসহ অর্ধ শতাধিক নেতা কর্মী।
এ সময় নেতাকর্মীরা ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেকের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে তাকে ওয়ার্ডের সভাপতির পদ থেকে অপসারণের দাবী করেন।
এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাতেন নেতা কর্মিদের উদ্যেশে বলেন, আপনার যদি তার নামে লিখিত অভিযোগ করেন তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *