চিৎলা ইউনিয়নে অসহায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সাতদিন ব্যাপী গরু মোটাতাজা করণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
ভালাইপুর প্রতিনিধি: আলমডাঙ্গার চিৎলা ইউনিয়ন পরিষদের হল রুমে গতকাল বেলা ১১ টার সময় প্রত্যাশা সাসাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় ও যুব উন্নয়ন অধিদপ্তর,চুয়াডাঙ্গা এর বাস্তবায়নে, চিৎলা ইউনিয়নের অসহায় প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে সাতদিন ব্যাপী গরু মোটাতাজা করণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। চিৎলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম বিপ্লব এর প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশন এর ডেপুটি ম্যানেজার শেখ আজিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন, প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষন প্রদান করেন যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কোঅডিনেটর নাজমুল কবির। অতিথি হিসাবে বক্তব্য রাখেন চিৎলা ইউনিয়ন পরিষদের সচিব চির কুমার সাহা কনক। উপাস্থাপন করেন সংস্থার প্রজেক্ট কোঅডিনেটর ইউনুস আলী। প্রশিক্ষণে চিৎলা ইউনিয়নের ৫০ জন প্রতিবন্ধী ব্যাক্তি অংশগ্রহন করেন। সার্বিক সহযোগিতায় ছিলেন ফিল্ড ভলিনটিয়ার সাইদুর রহমান রানা।