গাংনী অফিসঃ গাংনী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে বাংলাদেশ সাংবাদিক জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দুরা।মঙ্গলবার সকাল ১১ টার সময় গাংনী উপজেলার কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক জোটের সভাপতি মসিউর রহমান।তিনি বলেন,সাংবাদিকরা বাংলাদেশের চতুর্থ স্তম্ভ হলেও বাস্তবিকপক্ষে অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত।সাংবাদিক ও সাংবাদিকতার মানোন্নয়নের জন্য ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। বাংলাদেশ সাংবাদিক জোট সেই কাজের জন্যই প্রতিষ্ঠা করা হয়েছে।
তিনি অরো বলেন,বাংলাদেশ সাংবাদিক জোটের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, সাংবাদিকদের প্রশিক্ষণ,স্বল্প খরচে বা বিনা খরচে চিকিৎসা সেবার ব্যবস্থা করা, সাংবাদিকদের সন্তানদের সকল পর্যায়ে বিনা বেতনে বা অর্ধেক বেতনে অধ্যায়নের ব্যবস্থা করা, মেধাবী সন্তানদের বৃত্তির ব্যবস্থা করা, শ্রেষ্ঠ সাংবাদিককে পুরুষ্কৃত করা, কোন সাংবাদিকের মৃত্যুতে তার পরিবারকে আর্থিক সহায়তা করা, কোন সাংবাদিকের অঙ্গহানি হলে আর্থিক সহয়তাসহ বিভিন্ন সুযোগ সুবিধা তুলে ধরেন।বাংলাদেশ সাংবাদিক জোটের মাধ্যমে সারাদেশ ব্যাপী সাংবাদিকদের একটি শক্তিশালী প্লাটফর্ম তৈরী হবে।
এ সময় বাংলাদেশ সাংবাদিক জোটের সহ-সভাপতি জাহিদুল ইসলাম মামুন, খুলনা বিভাগীয় প্রধান শেখ মনিরুল ইসলাম, গাংনী উপজেলা প্রেস ক্লাবের আহবায়ক আমিরুল ইসলাম অল্ডামসহ গাংনী উপজেলা প্রেস ক্লাবের সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।