গাংনী অফিস:মেহেরপুরের গাংনী সীমান্ত থেকে ভারতীয় ফেন্সিডিল ও গরু মোটাতাজাকরন ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে।বৃহস্পতিবার দিবাগত মধ্যে রাতে উপজেলার সহড়াতলা রিফুজি পাড়া মাঠ এলাকা থেকে ১০বোতল ফেন্সিডিল ও ২ হাজার পিচ গররু মোটাতাজাকরন ট্যাবলেট উদ্ধার করা হয়। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক জানান, সহড়াতলা বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে রিফুজিপাড়া মাঠ নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১০বোতল ফেন্সিডিল ও২হাজার পিচ গরু মোটাতাজাকরন ট্যাবলেট উদ্ধার করা হয়।উদ্ধারকৃত ফেন্সিডিলও ট্যাবলেটের আনুমানিক মূল্য প্রায় ৯০ হাজার টাকা। ফেন্সিডিল ও ট্যাবলেট পাচারের সাথে জড়িতদের সনাক্ত করার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *