গাংনী অফিসঃ গাংনী উপজেলার তেরাইল ভায়া মহব্বতপুর সিন্দুরকৌটা কোদাইলকাটি হয়ে খলিসাকুন্ডি প্রস্তাবিত বাইপাস সড়ক নির্মাণের নিমিত্তে এলজিইডির প্রকৌশলীদের নিয়ে এমপি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন সরেজমিন পরিদর্শন করেছেন।আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টার সময় তেরাইল বাজার মোড়ে মেহেরপুর -২ গাংনী আসনের জাতীয় সংসদ সদস্য স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, এলজিইডির প্রকৌশলী ও সাংবাদিকদের সাথে বাইপাস সড়কের প্রয়োজনীয়তা,নকশা, দুরত্বসহ নানা পরিকল্পনার কথা তুলে ধরেন।
তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ভবিষ্যৎ জনসংখ্যার আধিক্য, যানবাহনের ব্যাপকতাসহ এক সময় শহরগুলো যানজটের শহরে পরিণত হবে।ফলে জনসাধারণের দুভোর্গ বাড়বে। এই সমস্যা সমাধানে কুষ্টিয়া থেকে মেহেরপুর ও চুয়াডাঙ্গা গামী যানবাহনগুলো নির্বিঘ্নে যাতায়াতের জন্য খলিসাকুন্ডি ব্রীজের পাশের্ব মাথাভাঙ্গা নদীর কিনার দিয়ে কোদাইলকাটি-সিন্দুরকৌটা হয়ে তেরাইল বাজার পর্যন্ত প্রায় সাড়ে বার কিলোমিটার পাকারাস্তা নিমার্ণের পরিকল্পনা করা হয়েছে
এসময় মেহেরপুরের এলজিইডির উপ সহকারী প্রকৌশলী আব্দুর রহমান চেীধুরী জানান, ইতোমধ্যেই রাস্তা নিমার্নের জন্য প্রকল্প হাতে নেয়া হয়েছে। প্রায় সাড়ে ১২ কিলোমিটার রাস্তার নকশা প্রণয়ন করা হয়েছে। ২৪ ফুট মূল রাস্তাসহ ৩২ ফুট চওড়া রাস্তা নির্মিত হবে।পরবর্তীতে নেতাকর্মিদের সাথে গাড়ীবহর সহকারে মহব্বতপুর,কামারখালী, সিন্দুরকৌটা,কুমারীডাঙ্গা, কোদালকাটি, রাজাপুর হয়ে খলিসাকুন্ডি ব্রিজের পাশের্বর রাস্তা সরেজমিনে পরিদর্শন করেন।মাননীয় এমপি মহোদয় নেতাকমর্ী ও প্রকেীশলীদের নিয়ে রাজাপুর থেকে পায়ে হেটে খলিসাকুন্ডি মালিথাপাড়া কাটাখাল পর্যন্ত পরিদর্শন করেন।এসময় কুষ্টিয়ার দেীলতপুর আসনের এমপি মহোদয়ের সাথে আলাপ করে কাটাখাল খননের উদ্যোগ গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন।
এসময় সংসদ সদস্যের সফরসঙ্গী ছিলেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও বামন্দী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস, গাংনী উপজেলা আ,লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, আ,লীগের বিশিষ্ট নেতা মনিরুজ্জামান আতু, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ,মটমুড়া ইউনিয়ন আ,লীগের সভাপতি আবুল হাশেম, এলজিইডির মেহেরপুর জেলা উপ সকহারী প্রকৌশলী আব্দুর রহমান চৌধুরী,গাংনী উপজেলা প্রকৌশলী গোলাপ আলী শেখ, এসও তৌহিদ হোসেন, বামন্দী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবাইদুর রহমান কমল,কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুল হালিমসহ ইউনিয়ন ও ওয়ার্ড আ,লীগের ২ শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।