গাংনী অফিস:গাংনীতে উপজেলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নিবার্চন উপলক্ষে সাংবাদিকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।আজ (০৬-১০-২০) মঙ্গলবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ছিল মনোনয়ন পত্র উত্তোলনের দিন-তারিখ।
নিবার্চন কমিশনার জুলফিকার আলি কানান,জানান,১১ টি পদের বিপরীতে মনোনয়ন পত্র উত্তোলন করেছে সম্ভাব্য প্রাথী।নিধার্রিত সময়ের মধ্যে সভাপতি পদে সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম ও হারুন অর রশীদ রবি,এম এ লিংকন,সহ সভাপতি পদে সাহাজুল ইসলাম সাজু,সাধারণ সম্পাদক পদে নূরুজ্জামান পাভেল ও মিনারুল ইসলাম,সহ সম্পাদক জাহিদ মাহমুদ রাকিবুল ইসলাম কবি,সাংগঠনিক সম্পাদক লিটন মাহমুদ,সহ সাংগঠনিক পদে মিয়াদুল ইসলাম, অর্থ সম্পাদক পদে মাসুদ রানা,প্রচার সম্পাদক রাব্বি আহমেদও,দপ্তর সম্পাদক রাসেল আহমেদসহনিবার্হী সদস্য বৃন্দ।নিবার্চন কমিশনার/পরিচালনা পরিষদের জুলফিকার আলী কানন এর নিকট থেকে নির্ধারিত ফিস জমা দিয়ে মনোনয়নপত্র উত্তোলন করা হয়।১৮ জন সদস্য (ভোটার) তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আগামী ১৬ ইং তারিখ রোজ শুক্রবার নিবার্চন অনুষ্ঠিত হবে।